মেনু নির্বাচন করুন

অবকাঠামো

মাগুরা সরকারী টেকিনিক্যাল স্কুল এন্ড কলেজ মাগুরা জেলার প্রাণকেন্দ্র ভাইনার মোরে একটি মনোরম, খোলামেলা ও নান্দনিক স্থানে প্রায় চুর্তদিকে প্রাচীর বেষ্টিত ৪.১৬ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।  চারদিকে উচু প্রাচীর দেওয়া ঘেরা মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রয়েছে এক বিশাল দোতলা একাডেমিক ভবন যাহার প্রতি তলায় চারটি করিয়া রুম রহিয়াছে। ছাত্রছাত্রীদের শ্রেনী কার্যক্রম পরিচালনার জন্য ০৪ রুম বিশিষ্ট ০১ টি টিনশেড সেমি পাকা বিল্ডিং, ০২ টি বিশাল ওয়ার্কশপ (পাকা দালান), ০১ টি বিজ্ঞানাগার, ০৪ রুম বিশিষ্ট প্রশাসনিক ভবন, ০১ টি লাইব্রেরী ও একটি প্রধান স্টোর রহিয়াছে। ইহা ছাড়াও অত্র প্রতিষ্ঠানে প্রয়োজনীয় টয়লেট, বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি আবাসিক ষ্ট্যাফ কোয়াটার (০৪ ফ্লাট বিশিষ্ট) এবং একটি পরিত্যাক্ত সুপারিনটেনডেন্ট কোয়াটার রহিয়াছে।। এছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষনের জন্য রয়েছে চারটি অত্যাধুনিক হেভি ইক্যুইমেন্ট  সম্বলিত ওয়ার্কশপ, দুইটি সাইন্স ল্যাব, দুইটি মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ ও শারিরিক শিক্ষা প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণ গ্রাউন্ড। কো-কারিকুলাম কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে এক বিশাল অডিটেরিয়াম এবং একটি  কনফারেন্স/মিটিং রুম। শিক্ষকদের জন্য রয়েছে কমন রুম । মাগুরা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা একাধিক স্বাস্থ্যসম্মত টয়েলেট, রিফ্রেশ রুম । 

 

অবকাঠামোগত উন্নয়নঃ


ক) ফার্মমেশিনারী সপের পাশে বিভাগীয় প্রধানের জন্য আলাদা ভাবে কক্ষ নির্মাণ করা হয়েছে।
খ) ছাত্রীদের জন্য একটি টয়লেট নির্মাণ করা হয়েছে।
গ) গাড়ির গ্যারেজ নির্মান করা হয়েছে।
ঘ) প্রধান ফটোকে  ডিজিটাল সাইন বোর্ড স্থাপন করা হয়েছে।
ঙ) নতুন ২টি টয়লেট  সংস্কার পূর্বক ব্যবহার উপপোগী করা হয়েছে।
চ) অধ্যক্ষের কক্ষ আধুনিকায়ন করা হয়েছে।
ছ) পুরাতন ছাত্রবাসকে সংস্কার পূর্বক দুইটি ক্লাসরুম উপযোগী করা হয়েছে।
জ) প্রধান ফটকে গার্ডসেড নির্মাণ করা হয়েছে।
ঝ) প্রধান ফটকে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
ঞ) ছাত্রীদের জন্য আলাদা কমনরুম, প্রার্থণা রুম, স্বতন্ত্র টয়লেট তৈরী করা হয়েছে।
ট) কম্পিউটার ল্যাব আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য 15টি কম্পিউটার সংগ্রহ করা হয়েছে।
ঠ) লাইব্রেরী পুরাতন সুপার কোয়াটারে স্থানান্তর করা হয়েছে।
 
বর্তমানে চলমান অবকাঠামোগত কার্যক্রমসমূহঃ
 
ক)  টেকনিক্যাল স্কুল ও কলেজ এর উন্নয়নের লক্ষ্যে 5তলা ভবন নির্মানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
খ) প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সম্বলিত একটি মাষ্টার প্লান কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
গ) বিদ্যমান শ্রেণিকক্ষ ওয়ার্কশপ ও ল্যাবরেটরী সমূহ আধুনিকায়নের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
ঘ) একাডেমিক ভবনের বর্ধিতাংশের ২য় তলা ভবনটি ৪র্থ তলায় উন্নীত করন প্রক্রিয়াধীন আছে।